অনলাইন ডেস্ক:
অনলাইনে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ পেয়ে কমলাপুরে অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভার রুমে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি দল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুরে যান। কথা বলেন অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তাদের সাথে।
সকাল নয়টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনসহ রাজধানীর পাঁচটি স্থান থেকে ৩১ মের টিকেট বিক্রির মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। কাউন্টারের পাশাপাশি এবার ই-টিকেটিংয়ের জন্য ৫০ শতাংশ বরাদ্দ রাখা হলেও সকালে থেকেই রেলওয়ের ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে টিকেট কাটতে পারছেন না অভিযোগ করেছেন অনেকে। আর যদিও কোনোভাবে প্রবেশ করা সম্ভব হচ্ছে সঙ্গে সঙ্গে সার্ভার থেকে জানানো হচ্ছে টিকিট নেই। আবার অনেকে টিকিটের জন্য টাকা দিচ্ছেন অথচ টিকিট পাচ্ছেন না।
ই-টিকেট সংগ্রহ করতে না পেরে সকালে অনেকেই গেছেন স্টেশনে। অনলাইনে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশনে যান দুদকের টিম।