মোঃ আরিফ মন্ডল আশুলিয়া প্রতিনিধি ঃ আশুলিয়ায় ছাগলবাহী ট্রাক ও একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বেলতলা গণস্বাস্থ্য এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রায় ৫০টি ছাগল মারা যায়। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়।
এব্যাপারে ট্রাকে থাকা ছাগলের মালিক হাসানুর জানান, ঢাকার গাবতলীর হাটে বিক্রি জন্য যশোহর থেকে ২৫০টি ছাগল নিয়ে আসছিলেন তিনি। হঠাৎ আশুলিয়ার বেলতলায় ঢাকা-আরিচা মহাসড়কে এসে আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রায় ৫০টি ছাগল মারা যায়। এছাড়া ট্রাকটির চালক ও সহযোগীও আহত হয়৷
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজিজুল জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি সরানোর হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যানচলাচল স্বাভাবিক করে।