সাভার প্রতিনিধি:
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল মোল্লার বিরুদ্ধে একটি কারখানার বিল্ডিং কন্সট্রাকশনের লোহার সরঞ্জামাদি লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর লালপাহাড় এলাকার বাংলাদেশ ফাউন্ড্রি আ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নামে কারখানা থেকে এ মালামাল লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে কারাখানা কর্তৃপক্ষ এবিষয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কারখানার নিরাপত্তা কর্মী আফছার জানায়,আগের দিনের ন্যায় আমরা তিনজনে মিলে কারখানার ভিতরে দ্বায়িত্বে নিয়োজিত ছিলো।বুধবার সকাল ৭টার দিকে সোহেল মোল্লা ও কামরুল মোল্লার নেতৃত্বে ১৫-২০ জন লোক কারখানার ভিতরে জোরপূর্বক প্রবেশ করে তাদেরকে মারধর করে চাবি ছিনিয়ে নেয় এবং কারখানার মূল ফঁটক খুলে একটি ট্রাকে (ঢাকা মেট্রো ঢ ১৫-২৮২৪) করে প্রায় ৫ লক্ষ টাকার লোহারসরঞ্জামাদি লুটে নেয়। এসময় তাদের কাছে থাকা দুইটি মোবাইলও ছিনিয়ে নেয় বলে তার অভিযোগ করে।
এসব ঘটনা অস্বীকার করে অভিযুক্ত সোহেল মোল্লা জানায়,আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এক শ্রেণীর কুচক্রীমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের পায়তারা করছে।
জানতে সোহেল মোল্লার সহযোগী কামরুল মোল্লাকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।
এরপরে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকার বলেন, যদি ঘটনার সম্পর্কে কোন প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, বুধবার সকালে সোহেল মোল্লা ও কামরুলের নেতৃত্বে একটি দল আমাদের নিরাপত্তা কর্মীদের মারধর করে ৬৫০ পিছ লোহার খুটি নিয়ে যায়। যার আনুমানিক মূল্যে ৫ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অবশেষে থানা পুলিশের সহযোগিতায় আমাদের মালামাল গুলো ফেরত দিতে বাধ্যে হয়েছে । যেহেতু লুন্ঠনকৃত মালামাল ফেরত পেয়েছি তাই আর ঝামেলায় জড়াতে চাইনা।
এছাড়াও আশুলিয়ার নরসিংহপুর বটতলা ষ্ট্যান্ড থেকে সোহেল মোল্লার নেতৃত্বে তার লোকজনের বিরুদ্ধে থ্রি-হুইলার মাহিন্দ্র থেকে নিয়মিত চাঁদা আদায় করাসহ বিভিন্ন কারখানা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যায়।