সাভার থেকে মোঃ আরিফ মন্ডল:আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গিয়াস মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার মোজারমিল এলাকার লাবু দেওয়ানের বাড়ি থেকে ওই ধর্ষককে আটক করে আশুলিয়া থানা পুলিশ। এর আগে স্থানীয়রা একজোট হয়ে ধর্ষক গিয়াস মোল্লা কে জুতার মালা পড়িয়ে পুলিশে খবর দেয়।
আটক গিয়াস মোল্লা নওগাঁ জেলার সদর থানার বাসিন্দা। সে গ্রামীন নামের একটি পোশাক করখানার নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শিশুটি তাদের নিজ ঘরে একা থাকায় প্রতিবেশী গিয়াস শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের কক্ষে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ওই ধর্ষককে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করি এবং শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাই। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের প্রস্তুতি চলছে।