আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে শনিবার এক শক্তিশালী ও অগভীর ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছেন দেশটির একাধিক সরকারি কর্মকর্তারা। খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের।
কিন্তু দেশটির একেবারে পূর্বে অবস্থিত অঞ্চলটি অন্যান্য জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে এবং এই ভূমিকম্পের পর সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানান এসব কর্মকর্তা
ইউএস জিওলোজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। সাধারণত গভীর ভূমিকম্পের চেয়ে অগভীর ভূমিকম্পে বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
ইন্দোনেশিয়ার মেটিওরোলজি, ক্লাইমেটোলজি অ্যান্ড জিওফিজিকস এজেন্সির ভূমিকম্প ও সুনামি কেন্দ্রের প্রধান রহমত ত্রিয়োনো বলেন, এই ভূমিকম্প থেকের পর সুনামি আঘাত হানার আশঙ্কা নেই।
তিনি বলেন, ভূমিকম্পটি আঘাত হানার পর কোনও হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এমনকি ওয়েস্ট পাপুয়ার প্রাদেশিক রাজধানী মানোকোয়ারির বেশির ভাগ বাসিন্দারা এই ভূমিকম্প অনুভব করেনি।
ইন্দোনেশিয়ার সবচেয়ে কম জনবহুল প্রদেশগুলোর একটি হলো ওয়েস্ট পাপুয়া। প্রদেশটিতে প্রায় আট লাখ ৭৭ হাজার মানুষ বসবাস করে।
প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়। ভারত মহাসাগরের এক শক্তিশালী ভূমিকম্প এবং সুনামির আঘাতে ২০০৪ সালে আশেপাশের কয়েকটি দেশের দুই লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে অধিকাংশ ইন্দোনেশিয়ার নাগরিক।