মুন্সী মেহেদী হাসান।। শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের উদ্যেগে, বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ০৩ গোলে বিবাহিত দলকে পরাজিত করে অবিবাহিত দল বিজয়ী হয়।
শুক্রবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গুমাইল স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ রিপন পলান, সাহা পলান ও ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আমজাদ পলানের আয়োজনে প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকার।
ম্যাচ শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে ৩২” ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এবং পরাজিত দলকে ২৪ ” ইঞ্চি এলইডি স্মার্ট টিভি পুরস্কার তুলে দেন। এছাড়াও প্রত্যেক প্রতিযোগিকে ক্রেস্ট এবং মেডেল উপহার দেওয়া হয়।
এবিষয়ে প্রধান অতিথি বলেন, শরীর মন সুস্থ্য রাখতে নিয়মিত শরীরচর্চা ও বিনোদনের প্রয়োজন। একারণে খেলাধুলার কোন বিকল্প নেই। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শরীরচর্চা এবং সুস্থ্য ধারার বিনোদন দুটোই পাওয়া সম্ভব। এছাড়াও তরুন প্রজন্মের কাছে অবসরে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় আসক্ত করে তুলতে পারলে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড কমে আসবে। এছাড়াও তিনি নতুন প্রজন্মকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের অন্যতম সদস্য পবিত্র দাসের ধারা ভাষ্য ও সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জুয়েল মোল্লা, মোঃ শাহীন সরকার, মোঃ জুয়েল রানা, মোঃ আশরাফ, মোঃ আসলাম আলীসহ যুবলীগর অন্যান্য নেতৃবৃন্দ, এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দর্শকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।