অনলাইন ডেস্ক:
পাবনার ঈশ্বরদীতে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শেরগিন ভ্যাইলি (৫৯) নামের ওই ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ‘রোসেম’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ ওজানিয়েছে, শুক্রবার সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ২০ তলা আবাসিক ভবন গ্রীণ সিটির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গ্রীণ সিটির ১ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষের বাথরুমের ভেতরে পড়ে ছিল ওই ব্যক্তির মৃতদেহ। এসময় ভেতর থেকে বাথরুমের দরজা বন্ধ ছিল, দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়।
গ্রীণ সিটির মেডিকেল কো-অর্ডিনেটর টিমের চিকিৎসকরা বলেন, ধারণা করা হচ্ছে ভ্যাইলি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেশ কিছুদিন আগে তিনি রূপপুর প্রকল্পের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেমে কাজের জন্য রাশিয়া থেকে বাংলাদেশে আসেন। মরদেহ রাশিয়ায় পাঠানোর আগে ময়না তদন্ত করা হবে বলে জানান তিনি।