আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উহানে অন্যান্য চিকিৎসক-নার্সদের সঙ্গে নিরলস কাজ করে যাচ্ছিলেন লিউ ঝিমিংয়েরও। এ লড়াইয়ে নেতৃত্বে থেকে সবাইকে প্রেরণা দিচ্ছিলেন তিনি। প্রাণঘাতী ভাইরাস বস করলো তার শরীরকেও। এই ভাইরাসের সঙ্গে লড়াই করে অনেককে সুস্থ করে তুললেও হেরে গেলেন তিনি। করোনাভাইরাসের সাথে হেরে চির বিদায় নিলেন লিউ। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লিউ’র মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা। গত শুক্রবার এই হাসপাতালেরই লিউ ফ্যান নামে ৫৯ বছর বয়সী এক নার্স মারা যান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।
তবে হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, “গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে উওহান হাসপাতালের প্রধান মারা গেছেন, তবে এখনও এখনো তার চিকিৎসা চলছে।” খবর মেইল অনলাইনের।