এবিডি ডেস্ক ।। জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড ও ভারতের অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের মধ্যে একটি লাইসেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জেএম আই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও জেএমআই স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান আবদুর রাজ্জাক এবং অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজ বিজনেস তরুণ গুলাটি।
অনুষ্ঠানে জানানো হয়,জেএমআই স্পেশালাইজড হাসপাতাল ঢাকায়‘অ্যাপোলো ক্লিনিক’পরিচালনার অনুমতি পেয়েছে। ভারতের অ্যাপোলোর মতো সেবার মান নিশ্চিত করতে ক্লিনিকটিতে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক,দক্ষ নার্স এবং ব্যবস্থাপনা কর্মীসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। ঢাকার অ্যাপোলো ক্লিনিক থেকে বছরে ১০ লাখের বেশি রোগী স্বাস্থ্যসেবা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান বলেন,স্বাস্থ্যসেবা খাতে আমাদের সুদৃঢ় অবস্থান রয়েছে এবং দেশ ও জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দীর্ঘ যাত্রায় জেএমআই ইতিমধ্যে একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে। জেএমআই ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক বলেন, আমরা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুণগত পরিবর্তন আনতে চাই। এ লক্ষ্যে হাসপাতাল-ক্লিনিক ব্যবস্থাপনায় বিনিয়োগ করছি। ন্যায্য মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হবে আমাদের বিনিয়োগের মূল লক্ষ্য, যাতে দেশের মানুষ বিদেশে না গিয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা পেতে পারে।
অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজ বিজনেস তরুণ গুলাটি বলেন,জেএম আই বাংলাদেশের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা ব্র্যান্ড। তাই,জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড কে বাংলাদেশে অ্যাপোলো ক্লিনিক পরিচালনার লাইসেন্স দিয়েছি আমরা। এখানে আমরা অত্যাধুনিক ডায়াগনস্টিক,পরামর্শ এবং স্বাস্থ্য পরীক্ষার সুবিধা নিশ্চিত করব এবং ধীরে ধীরে আমরা জেএমআই এর সাথে মিলে বাংলাদেশে আমাদের ব্যবসা প্রসারিত করব।জেএমআই গ্রুপের প্রশাসন বিভাগের উপ মহাব্যবস্থাপক মেজর (অব.) আবদুল্লাহ আল ফারুকীর সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্রধান অর্থ কর্মকর্তা সুবাস চন্দ্র বণিক, কোম্পানি সচিব সফিকুর রহমান, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের সহকারী মহা-ব্যবস্থাপক সচিন গুপ্তাসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকরা।
এবিডি.কম/রাজু