ভারতের অন্ধ্র প্রদেশের হায়দ্রাবাদে একটি করোনা চিকিৎসাকেন্দ্রে আগুনে ৯ রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশে কয়েকজন।আজ ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ও বাকি রোগীদের উদ্ধার করে। কেন্দ্রটিতে ৩০ জন সন্দেহভাজন করোনা রোগী ও ১০ জন স্বাস্থ্যকর্মী ছিল।
কেন আগুন লেগেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া না গেলেও, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভারতে মহামারী শুরুর পর স্বর্ণ প্যালেস নামের হোটেলটিকে করোনা চিকিৎসায় ব্যবহার করা হয়।
চলতি মাসের শুরুতে আহমেদাবাদে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ করোনা রোগীর মৃত্যু হয়। আগুন লাগার সময় ৫০ শয্যার হাসপাতালটিতে ৪৫ জনের মতো রোগী ভর্তি ছিলেন। যে ৮ রোগীর মৃত্যু হয়েছে তারা বাদে বাকিদের উদ্ধার করে অন্য হাসপাতালে নেয়া হয়েছিল।
আগুন লাগার পর হাসপাতালের বাইরে ভিড় জমান উদ্বিগ্ন রোগীর আত্মীয়রা। দমকলের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি হাত লাগান রোগীদের উদ্ধারের কাজে।