আন্তর্জাতিক ডেস্ক।। প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিশ্বে মারা গেছে আরও ৪ হাজার ৪৮ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৫২ হাজার ২২৫ জন।
বিশ্বে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৯২ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত ৫৬ লাখ ৮৪ হাজার ৭৯৫ জন। এর মধ্যে ৫৩ হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ লাখ ৩০ হাজার ৫৯৩ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮ লাখ ৯৮ হাজার ৩৬০ জন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন এক লাখেরও বেশি মানুষ। এছাড়া করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭ লাখ ২৫ হাজার ২৭৫ জন।
এদিকে, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত একদিনে ১০২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সাড়ে ২৪ হাজার ছাড়ালো। এছাড়া দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ৯২ হাজার ৩৬০ জন। আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে ছাড়িয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের পরেই এর অবস্থান।
অপরদিকে, রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৩৪২ জন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮০৭ জনের। তবে, সুস্থ হয়ে ফিরেছে ১ লাখ ৩১ হাজার ১২৯ জন মানুষ। আক্রান্তের দিক দিয়ে দেশটির অবস্থান তৃতীয়।
করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমেছে ইউরোপের দেশগুলোতে। ইতালিতে গত একদিনে ৭৮ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। দেশটিতে এপর্যন্ত মোট ৩২ হাজার ৯৫৫ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ৫৫৫ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় গত ১৮ মে দেশটিতে লক ডাউন শিথিল করে দেয়া হয়েছে।
স্পেনে মোট আক্রান্ত ২ লাখ ৮৩ হাজারেরও বেশি। গত একদিনে দেশটিতে নতুন করে আরও ২৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়ালো। প্রাদুর্ভাব কমে আসায় দেশটিতে লকডাউন শিথিল করে খুলে দেয়া হয়েছে বিভিন্ন অপ্রয়োজনীয় খাত। লকডাউনের বিধিনিষেধ শিথিলের পর স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা।
ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ২৮ হাজার ৫৩০ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। আর এতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪৬৯ জন। তবে গত একদিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়নি কেউ।
এদিকে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ হাজার ৪৮ জনে। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৬৫ হাজার ২২৭ জন। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই এর অবস্থান।
এছাড়া, গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ২৩৯, ভারতে ১৭২ জন, পেরুতে ১৫৯, সুইডেনে ৯৬, কানাডায় ৯৪ ,এবং জার্মানিতে ৭০ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে।