আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কোভিড-১৯ নাম পাওয়া প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে চীনে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৬৪১ জন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বিবিসি জানায়, এ নিয়ে শনিবার নাগাদ মৃতের সংখ্যা ১ হাজার ৫২৩ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯২ জন।
আরওঃ তাহসান-মিথিলার দেখা, অতপরঃ
চীনের মূল ভূখণ্ডের বাইরে ২৪টি দেশে এখন পর্যন্ত পাঁচ শতাধিক ব্যক্তির আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। মারা গেছে তিনজন। হংকং, ফিলিপাইন এবং জাপানে এ তিনজনের মৃত্যু হয়।
সম্প্রতি ছড়িয়ে পড়া এই রোগের লক্ষণ হলো- শুকনো কাশির পর জ্বর আসে। সপ্তাহখানেক পর শ্বাস-প্রশ্বাস কমে যায়। এরপর আক্রান্তদের মধ্যে কিছু লোককে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দেয়। প্রতি চারজনের একজনের অবস্থা খুবই খারাপ হয়।