আন্তর্জাতিক ডেস্ক।। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকটে ৩০ দিনের জন্য ব্লকের বাইরে থেকে আসা যাত্রীদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ২৬টি দেশের পাশাপাশি আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যে এই ব্যবস্থা কার্যকর হবে।
ইতালি, স্পেন ও ফ্রান্সে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধির কারণে কঠোর লক-ডাউন শুরুর পর এই নিষেধাজ্ঞা আসে।
ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, ইউ-নাগরিকদের পরিবারের সদস্য, দীর্ঘ মেয়াদী বাসিন্দা, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী, পণ্য পরিবহনকারী মানুষ ছাড়া সকলের ইউরোপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।