আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জম্মু-কাশ্মীরে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে জম্মু ও সাম্বা জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। খবর এনডিটিভির।
জম্মুর ওই দুই ব্যক্তির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সেক্রেটারি রোহিত কানসাল শনিবার সকালে এক টুইট বার্তায় জানিয়েছেন, ওই দুজনের করোনায় আক্রান্তের সম্ভাবনা খুব বেশি। তাদের থেকে অন্যদের শরীরেও যেন করোনা ছড়িয়ে পড়তে না পারে সেই উদ্যোগের অংশ হিসেবেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, ভারতের আসাম রাজ্যে কমপক্ষে ১২৭ জন করোনা আক্রান্ত এক মার্কিন পর্যটকের সংস্পর্শে এসেছেন। সম্প্রতি ওই ব্যক্তির করোনায় আক্রান্তের বিষয়টি ধরা পড়েছে।
তিনি ইতোমধ্যেই আসাম ছেড়ে ভুটানের উদ্দেশে পাড়ি দিয়েছেন।
এদিকে, করোনা ভাইরাসের আতঙ্কের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।