আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে, নিজের টুুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় করোনা পজিটিভ হওয়ার কথা জানান রাহুল।
টুইটে তিনি বলেন, মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। তার সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে, এখনই রাহুল গান্ধীর হাসপাতালে ভর্তি হওয়ার কোন প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাহুল গান্ধীর সুস্থতা কামনায় তার অসংখ্য অনুরাগী ও ভক্ত ইতিমধ্যেই টুইট করেছেন।
এর আগে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশটিতে কোভিড আক্রান্ত হয়েছেন বহু নেতা, মন্ত্রী, রাজনীতিক।