আদালতের আদেশ স্বত্ত্বেও বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের টাকার কিছু অংশ পরিশোধ না করায় গ্রিন লাইন কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ক্ষতিপুরণের বাকি ৪৫ লাখ টাকা আদায়ে কোন ছাড় দেয়া হবে না বলেও গ্রিন লাইন কর্তৃপক্ষের প্রতি হুশিয়ারি দেয় উচ্চ আদালত। এরপর আদালত পরবর্তী আদেশের জন্য ২৫ জুন নির্ধারণ করেন এবং এই সময়ের মধ্যে বাকী ৪৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট আজ বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে করেন গ্রিন লাইন কর্তৃপক্ষ। গত বছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এ বিষয়ে রিট দায়ের করা হলে শুনানি নিয়ে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপুরণসহ চিকিৎসার সমস্ত ব্যয় বহনে গ্রিন লাইন কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু গেল ১০ এপ্রিল হাইকোর্টে এসে রাসেলকে ৫ লাখ টাকা দেয়ার পর বাকি টাকা পরিশোধে কোন পদক্ষেপ নেয়নি গ্রিন লাইন কর্তৃপক্ষ।