আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে তিন লাখের বেশি মানুষের শরীরে।এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ২ কোটি ৬ লাখ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
এছাড়া দিনের হিসেবে সর্বোচ্চ প্রায় একলাখ রোগী শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২শ’র বেশি মানুষের।এরপরেই সর্বোচ্চ এক হাজারের বেশি প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ব্রাজিলে মারা গেছে ৯২২ জন। দেশটিতে নতুন শনাক্ত ৪০ হাজারের বেশি।
একদিনে মেক্সিকোতে মারা গেছে ৬ শতাধিক মানুষ। এছাড়া রাশিয়া, পেরু, কলম্বিয়াতেও বাড়ছে প্রাণহানির সংখ্যা। এ নিয়ে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৯ লাখ ১৯ হাজারের কাছাকাছি। মোট শনাক্ত ২ কোটি ৮৬ লাখ ৩৮ হাজারের বেশি।
আমাদেরবাংলাদেশ/আরাফাত