গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা।।পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইন, তার স্ত্রী ও দু সন্তানের করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে গলাচিপা উপজেলায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দেড়’শ ছাড়াল। রবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামীলীগ নেতা মো. আলমগীর হোসাইন ও তার সহধর্মিনী এবং দুই মেয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
গতকাল রবিবার সন্ধ্যায় তাদের রিপোর্ট হাতে পাই। রিপোর্টে মো. আলমগীর হোসাইন ও তার পরিবারের করোনা পজেটিভ এসেছে। এ বিষয়ে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইন বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে জনগণের সেবায় মাঠে থেকে কাজ করেছি।
দলীয় ও সরকারী সাহায্য সহযোগিতা মানুষের দাড়প্রান্তে পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করেছি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমি ও আমার স্ত্রীসহ দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছি।