অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ায় আবারও ড্রোন পাঠানোর অভিযোগ করেছে পিয়ংইয়ং। সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে সিউলের বিরুদ্ধে এমন অভিযোগ করে পিয়ংইয়ং। উত্তর কোরিরার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পিয়ংইয়ংয়ের দাবি, রাজনৈতিক কারণে পুনরায় উত্তর কোরীয় ভূখণ্ডে ড্রোন পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। চলতি মাসে অন্তত তিনবার রাজধানীর ওপর নজরদারি চালিয়েছে সিউলের ড্রোন। যা দিয়ে ফেলা হয় বিভিন্ন উসকানিমূলক লিফলেট, অভিযোগ উত্তর কোরিয়ার। নজরদারি চালানো এসব ড্রোনের ফ্লাইটরুটও প্রকাশ করেছে পিয়ংইয়ং।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের পক্ষ থেকে কেবল জানানো হয়েছে, পিয়ংইয়ংয়ের ‘একপাক্ষিক দাবি যাচাই করা বা অভিযোগের জবাব দেয়া’র প্রয়োজনীয়তা বোধ করছে না তারা। তারা পাল্টা অভিযোগ করেছে, গত এক দশকে ড্রোন দিয়ে ১২ বারেরও বেশি আকাশসীমা লঙ্ঘন করেছে পিয়ংইয়ং।
উল্লেখ্য, চলতি বছর মে মাসে আবর্জনা বোঝাই বেলুন দক্ষিণ কোরিয়ার সীমানায় পাঠায় পিয়ংইয়ং। এর প্রতিক্রিয়ায় প্রায় ছ’বছর পর উত্তরের বিরুদ্ধে প্রোপাগান্ডামূলক বার্তা সম্প্রচার করা শুরু করে দক্ষিণ। তারপর থেকেই দুই দেশের রেষারেষি আবারও বাড়তে থাকে।