সুনামগঞ্জ সংবাদদাতা।।সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা ছাত্রদলসহ তিনটি ইউনিটের নেতাকর্মীদের প্রাথমিক তথ্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার(৫ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানের শুরুতেই সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম সাইফুর রহমান’র রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান উজ্জ্বলের সভাপতিত্বে ও সা. সম্পাদক এ.কে.এম নাসের উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সদস্য সাব্বির আহমেদ কিবরিয়া, ইকবাল হোসেন।এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক তুজ্জামিল হক নাসরুম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইদুল কিবরিয়া, যুগ্ম সা. সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবুল কালাম প্রমূখ।
উপজেলা ছাত্রদল ব্যতীত অন্য দুটি ইউনিট হলো বাদাঘাট সরকারি কলেজ ও জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদল।