আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী (সিএএ) আইন নিয়ে চলমান বিক্ষোভে সহিংসতার ঘটনায় ৬শ’রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া সহিংস বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ৪২ জন।
তবে দিল্লির পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পথে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এরইমধ্যে অনেক এলাকা থেকে তুলে নেয়া হয়েছে ১৪৪ ধারা। দায়িত্ব নেয়ার পর দিল্লির নতুন পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে।
এদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধী দলগুলো মিথ্যা প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে দুষ্কৃতকারীরা গুজব ছড়াচ্ছে। শহরের ২০৩টি থানার মধ্যে ১২টিতে দাঙ্গা হয়েছে। বাকি দিল্লিতে সম্প্রীতি অক্ষুণ্ন রয়েছে। ৩৬ ঘণ্টায় কোনো বড় গোলমাল হয়নি।’