আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের ওপর হামলার ঘটনায় চার্জশিট দাখিল করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।
মঙ্গলবার (২৫ আগস্ট) জম্মুর একটি আদালতে সাড়ে ১৩ হাজার পৃষ্ঠার চার্জশিটটি দাখিল করা হয়। এতে মূলপরিকল্পনাকারী হিসেবে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার এবং তার ভাই রউফ আসগরের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে।
হামলা চালাতে ব্যবহৃত বিস্ফোরক এবং হামলাকারীদের ব্যবহৃত গাড়ি এবং অভিযুক্তদের ছবিও প্রকাশ করেছে এনআইএ। জানানো হয়েছে, হামলার জন্য ২০ কেজি বিস্ফোরক কেনা হয়েছিলো পাকিস্তান থেকে।
আমাদেরবাংলাদেশ/রিফাত