বিশেষ প্রতিনিধি মোঃ আরিফ মন্ডল:ধামরাইয়ের পরকীয়ার জের ধরে আবুল কালাম আজাদ নামে সৌদি প্রবাসী যুবককে পিটিয়ে হত্যা করেছে।
সোমবার ভোরে ধামরাইয়ের রোয়াই এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা গভীর রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করা হয়েছে।
নিহত হলো, ধামরাই উপজেলার রোয়াইয়ের কৃষ্ণনগর গ্রামের মো. ফজল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ। পুলিশ জানায়, নিহত প্রবাসি আবুল কালাম আজাদের সাথে প্রতিবেশী রোজিনা সাথে দীর্ঘদিন ধরে পরকিয়ার সম্পর্ক ছিল। বিষয়টি রোজিনার স্বামী সাইফুল ইসলাম জানতে পেরে।
পরে স্ত্রীকে দিয়ে রোববার রাতে কৌশলে তাদের বাসায় আবুল কালাম আজাদকে ডেকে আনে। পরে সেখানে তাকে প্রথমে ছেলেধরা, পরে ডাকাত বলে পিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে পুলিশ পরকীয়ায় বিষয়টি নিশ্চিত করে স্বামী স্ত্রীসহ তাদের সঙ্গে সহযোগি ছয়জনকে আটক করেন।এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। প্রথমিক ভাবে নিশ্চিত যে এটি পরিকল্পিত হত্যা। হত্যাকারীরা নিজেদের বাঁচাতে নানা উপায় খুঁতে থাকে ও ভুল তথ্য দেয়।
পরে সন্দেহে হলে জিজ্ঞাসাবাদে মুল ঘটনা বেরিয়ে আসে। এঘটনা ধামরাই থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।