নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গত ৩০ শে জানুয়ারি২০২০ তারিখে “কে এই শেখ পরিবারের — শেখ উজ্জল। মাননীয়া প্রধানমন্ত্রীর পরিবার ও গোপালগঞ্জকে নিলামে তুলছে এই শেখ উজ্জল” এই শিরোনামে কয়েক একটি সুনামধন্য অনলাইন পত্রিকার মাধ্যমে আমার নামে যে মিথ্যা রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণিত এবং নিয়মবর্হিতভূত। রাজনীতির হাতেখড়ি বঙ্গবন্ধু পরিবারের হাত ধরেই শুরু হয়েছিলো যেটা এখনও বুকে ধারণ করে রয়েছি।
বহু কস্ট সাধনার পরবর্তী বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের পদটি অর্জনে সক্ষম হয়েছি যেটা কোন এক কুচক্রিমহল মেনে নিতে অপরাগত প্রকাশ করায় নানা মহলে আমার সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি কোনভাবেই চাদাবাঁজি কিংবা কোন ধরনের আইন বর্হিভূত কর্মকান্ডে জড়িত নয়। এই মিথ্যা বানোয়াট রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।