অনলাইন ডেস্ক:
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে দু’দিনব্যাপী টেক কার্নিভাল অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রথম ডিআরএমসি-এনা ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল ২০১৯ এ ঢাকাসহ সারাদেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে দেশের বাইরে থেকেও অনেকে অন-লাইনের মাধ্যমে অংশ নিয়েছিল। টেক কার্নিভালে আইটি অলিম্পিয়াড, সোলো কুইজ ও টিম কুইজসহ ২০টির মত প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা। রেসিডনেশিয়াল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক ছাড়াও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকসহ অভিভাবক ও শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।