সৈয়দ মেহেদী হাসান রাজবাড়ী। বিরল রোগে আক্রান্ত মোঃ রফিকুল ইসলাম (২৪) বসবাস রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়িগ্রামে মৃত নজরুল বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম। বাঁচতে চান রফিকুল তাই সমাজের বিত্তবানের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
রফিকুল ইসলামের মা মোছাঃ আলেয়া বেগম বলেন। জন্ম লগ্ন থেকেই রফিকুলের বাম পাটা একটু মোটা ছিল ও মাংস বৃদ্ধি ছিল রফিকুলের বয়স যখন পাঁচ বছর তখন তাকে মুসলমানি করানো হয়। তারপরে দেখা যায় যে বৃদ্ধি পাওয়া মাংসে ঘা ধরেছে তখন তারা ডাক্তারের শরনাপন্ন হন। ২০০৯ সালে রফিকুলের অপারেশন করানো হয় এরপরে দুই বছর ভাল ছিলেন রফিকুল তারপরে আবার বাড়তে থাকে তার পায়ের মাংস আস্তে আস্তে তার পিঠ সহ মাংস বৃদ্ধি হয়ে বর্তমানে তার ওজন প্রায় ত্রিশ কেজি।
হতদরিদ্র রফিকুলের মা আরো বলেন এখন আমার ছেলের বেচে থাকায় কষ্ট হয়ে গেছে রফিক-উল ২০১৫ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পাস করেন। রফিকুল ছাত্র অনেক ভাল ছিল কিন্তু তার শরীরের যে অবস্থা তাতে করে তার ঔষুধের খরচ চালানোর কষ্ট লেখাপড়া করাবো কিভাবে একথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তার মা।
রফিকুল ইসলাম বলেন আমি এখন ভালো নেই কিছু দিন আগে টয়লেট ভেঙে পড়ে গিয়ে ইনফেকশন করে। তাতে এখন পচন ধরেছে দিন দিন মাংস বৃদ্ধি পাচ্ছে যাতেকরে সুয়ে বসে থাকা কষ্টকর হয়ে পরেছে। ডাক্তাররা বলেছেন উন্নত চিকিৎসা হলে রফিকুল ঠিক হয়ে উঠবে।
পড়ে রফিকুলের মা ও এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী, রাজবাড়ী ডিসি মহোদয়, রাজবাড়ী ২ আসনের এমপি মহোদয়, পাংশা উপজেলার Uon মহোদয়, পাংশা উপজেলার চেয়ারম্যান ও সমাজ সেবা অফিসার মহোদয়ের কাছে তাহার উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন।
নাম মোঃ রফিকুল ইসলাম পিতা মৃত নজরুল বিশ্বাস মাতা মোছাঃ আলেয়া বেগম গ্রাম চরঝিকড়ি ইউনিয়ন হাবাসপুর থানা পাংশা জেলা রাজবাড়ী বিকাশ নাম্বার। 01306870178।