আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) মোহাম্মদ হোসেন ইমাম (৬১) মারা গেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)।
আজ শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।২০১৩ সালে বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন হোসেন ইমাম। ঘরোয়া এবং আন্তর্জাতিক বিভিন্ন সিরিজে তিনি নিরাপত্তার দেখভাল করতেন।
সপ্তাহখানেক আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শুক্রবার সকালে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আর সামলে উঠতে পারেননি।এর আগেও হোসেন ইমামের একবার হার্ট অ্যাটাক হয়েছিল।হোসেন ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে।
বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান মেজর মো. হুসেইন ইমাম(অব.)হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেল তিনটা ৪০ মিনিটে ঢাকার সিএমএইচে মৃত্যুবরণ করেন। তাঁর আকস্মাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আমাদেরবাংলাদেশ/আরাফাত