বাগেরহাট সংবাদদাতা।।বাগেরহাটের খুলনা-বাগেরহাট মহাসড়কের ষাটগম্বুজ এলাকায় একটি পণ্যবাহী ট্রাক থেকে র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ৩ বস্তা গাঁজা গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
আজ ভোরে তাদের আটক হয়। উদ্ধারকৃত ৩ বস্তা গাঁজার ওজন ৪৫ কিলোগ্রাম।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৬, খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. মাহবুব উল-আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।গাঁজাসহ আটক তিন ব্যক্তি হলেন, পিরোজপুরের সদর উপজেলার পূর্ব চালিতাখালী গ্রামের মো. বিক্রম শেখ ওরফে বিপ্লব (৫৫), বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই গ্রামের মো. কাদের শেখ (৩৫) এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের ট্রাক চালক মুকুল মোড়ল (৫০)।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।র্যাবের সহকারী পরিচালক বলেন, খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে যানবাহন করে মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ষাটগম্বুজ এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।এক পর্যায়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬৮৬১) থামার জন্য সিগনাল দিলে না থেমে দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে সেটি আটক করা হয়। তাতে তল্লাশি করে আটা-সুজির বস্তার মধ্যে তিনটি প্লাস্টিকের বস্তায় এই গাঁজা পাওয়া যায়। তখন ট্রাকের চালকসহ ওই তিনজনকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।মাদকের বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
আমাদেরবাংলাদেশ/রিফাত