সিনিয়ার কোরেসপনেডন্ট:
বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দলের জন্য ভেঙে যাবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এ বিষয়ে সরকার বা তার দলের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি ভাঙনের মুখে যায়, তাহলে বিএনপির ঘরোয়া কলহ-কোন্দলের জন্যই ভাঙবে। আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলার।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন কাদের।
এদিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপিকে দুর্বল করতে দল ভাঙার চক্রান্ত চলছে।
এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, ‘দেখুন, বিএনপির যা পারফরমেন্স আন্দোলনে, নির্বাচনে; তাতে সরকারের এমন কী প্রয়োজন আছে? বিএনপির এখন যে নড়বড়ে, এলোমেলো অবস্থা, এরকম একটা দলকে ভেঙে দিতে হবে?’
আমরা তো একটা স্ট্রং অপজিশন (শক্তিশালী বিরোধী দল) চাই। তারা সংসদে আসুক এটাও আমরা চাই। যে কজনই আছে, যে নম্বর সংসদ সদস্য তারা নির্বাচিত হয়েছে। আমরা তো তাদের স্বাগত জানিয়েছি সংসদে আসতে। বিএনপিকে অবশ্যই আমরা দুর্বল দল ভাবি না। কিন্তু তারা তাদের কর্মকান্ডই দলটিকে এলোমেলো, লেজেগোবরে করেছে।’
বিএনপির মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে বলেও মনে করেন কাদের। বলেন, ‘ইতিমধ্যে তাদের নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। তাদের নিজেদের মধ্যেই ভাঙনের সুর। যাদের নিজের ঘরেই শত্রু, তাদের সঙ্গে শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো প্রয়োজন আছে বলে কেউ মনে করে না।’
ঐক্যফ্রন্ট থাকবে না বলেও মনে করেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘ঐক্যফ্রন্ট একটা জগাখিচুড়ি। এই জগাখিচুড়ি ঐক্য থাকবে না, এটা সবাই জানে।’