আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বিশ্বজুড়ে করোনায় গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজারের বেশি মানুষ। প্রাণহানি হয়েছে সাড়ে ৪ হাজার। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ ২ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। আর মোট প্রাণহাণি ছাড়িয়েছে ৮ লাখ ১৬ হাজার।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে ভারতে দৈনিক সংক্রমণে যেন লাগাম টানা যাচ্ছে না। গেল দিনেও দেশটিতে প্রায় ৬০ হাজার মানুষ সংক্রমিত হয়েছে। আর গাজায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায়, উপত্যকাটিতে ৪৮ ঘন্টায় লকডাউন দেয়া হয়েছে।
এদিকে, করোনা চিকিৎসার জন্য ব্লাড প্লাজমা চিকিৎসার যুক্তরাষ্ট্রের অনুমোদনে, ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানায়, প্লাজমা থেরাপির কার্যকারিতার প্রমাণ নিয়ে সাংঘর্ষিক তথ্য পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, গেল জুলাই থেকে চীন করোনার ভ্যাকসিন প্রয়োগ করছে বলে দাবি দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের।
আমাদেরবাংলাদেশ/রিফাত