মোঃ আসাদুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় প্যাসেন্জার টার্মিনালে সামনে থেকে ৫০৩ কেজি ভারতীয় বিভিন্ন প্রকার বই উদ্ধার করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।
আইসিপি ক্যাম্প কমান্ডার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় বই এনে ঢাকা নেওয়া জন্য বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালে সামনে স্থানে অবস্থান করছে ।
এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, নায়েক মজিবর,নায়েক সুমন (এফআইজি গোয়েন্দা বিজিবি) সিপাহী সিদ্দিকুর রহমান, সিগন্যাল মঈনুল আহসান ও সিপাহী নওশের সেখানে অভিযান চালিয়ে ৫০৩ কেজি ভারতীয় বই উদ্ধার করেন।তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা ।উদ্ধারকৃত বই গুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়ার হবে বলে জানিয়েছেন বিজিবি ।