আন্তর্জাতিক ডেস্ক।। লাতিন আমেরিকার ব্রাজিল ছাড়া যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ায় কমেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাসের নতুন কেন্দ্র ব্রাজিলে একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ১৩ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৮০৬ জনের। এনিয়ে মোট মৃতের সংখ্যা ২৩, ৫২২ জন।
যুক্তরাষ্ট্রে ১৭ ফেব্র“য়ারীর পর গত আড়াই মাসে মৃতের হার সর্বনিুে নেমে এসেছে। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে আরো ৫০৫ জনের। এনিয়ে মোট মৃত্যু ৯৯ হাজার ৮০৫ জন। একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। দেশটিতে খুলে দেয়া হয়েছে উপাসনালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমুদ্র সৈকতগুলোতে ছিলো মানুষের উপচে পড়া ভীড়। প্রকোপ কমেছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে।
এদিকে, করোনা প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া, করোনার প্রকোপ দ্বিতীয় দফা সর্বোচ্চে পৌঁঁছাতে পারে বলে সতর্ক করেন সংস্থাটি।