এরইমধ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে মহারাষ্ট্রের থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকার অনেক জায়গায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। কোথাও কোথাও ঝড়ো বাতাসের সাথে প্রবল বর্ষণ দেখা দিয়েছে।
এর আগে মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলবর্তী সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ৩০টি দল মোতায়েন করা হয়। উপকূলীয় এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ১ লাখ মানুষকে। করোনা সংক্রমণে মহারাষ্ট্র এমনিতেই বিধ্বস্ত হয়ে আছে। রাজ্যটিতে ৭০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সেখানে নিসর্গের তাণ্ডবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।