বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপনের পর এটিই প্রথম কেবিনেট মিটিং। বৈঠকে প্রধানমন্ত্রী চলমান নানা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। বাজেটে উত্থাপিত মেগা প্রকল্পগুলোর জন্য বরাদ্দ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিশেষায়িত খাতগুলোর অর্থবরাদ্দ ও সম্ভাব্যতা নিয়ে এ সময় আলোচনা হয়। এছাড়া দুটি আইনের খসড়া ও বেশ কয়েকটি বিল উত্থাপন হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করবেন।