আমাদেরবাংলাদেশ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে বিজেপির সরকার গঠনকে কেন্দ্র করে দেশটির সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। এ বিষয়ে আজ সুপ্রিম কোর্টে তিন বিচারপতির বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
এনডিটিভি জানায়, সর্বোচ্চ আদালতের কাছে এনসিপি, কংগ্রেস ও শিবসেনাকে একত্রে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর আদেশ দিতে আবেদন জানানো হয়েছে।
গত অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতার জেরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।
তবে অপ্রত্যাশিতভাবে শনিবার রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পর সরকার গঠন করে বিজেপি। দলটির দাবি এনসিপির সমর্থন নিয়ে সরকার গঠন করেছে তারা। যদিও বিজেপিকে সমর্থন না দেয়ার কথা জানিয়েছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার।