নিজস্ব সংবাদদাতা।। যশোরে ডিবি পুলিশের অভিযানে ডাকাতি মামলা সহ কয়েকটি চুরি মামলার রহস্য উদঘাটন ও লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ১৪-কে গ্রেফতার করছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলার এডিশনাল এসপি নুরি আলম সিদ্দিকী। এসময় তিনি বলেন,গত ১-০২-২০২৫ তারিখ শুক্রবার দিবাগত রাত অনুমান ২টা ৩০মিনিট থেকে রাত ২টা ৫৫ মিনিটের মধ্যে কোতয়ালী মডেল থানার নতুন উপশহর মহিলা ডিগ্রি কলেজের বিপরীত পার্শ্বে গোল্ডেন বাইক নামক ব্যবসা প্রতিষ্ঠানের নাইট গার্ড আবুল হোসেন(৫৫) কে জিম্মি করে অজ্ঞাতনামা ডাকাত/ডাকাতেরা শাটারের তালা ভেঙ্গে মোট ২৩,১০,০০০/- টাকার ব্যাটারী সহ অন্যান্য মালামাল ডাকাতি করে নেয় এবং দোকানের সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে নিয়ে যায়। উক্ত ঘটনায় গত-০১-০২-২০২৫ তারিখে,যশোর জেলার কোতয়ালী মডেল থানায় একটি মামলা হয় মামলা নং-১,ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় ঘটনা উদঘাটনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাশের নেতৃত্বে এলআইসি টিমের একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ডিবি’র এসআই রাজেশ কুমার দাশ,এসআই খান মাইদুল ইসলাম রাজিব,এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন,এসআই বিপ্লব সরকার ও আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গত ইং ৪-২-২০২৫ তারিখে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বরিশাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি করে ফিরে যাওয়ার সময় ডাকাত দলকে গ্রেফতারের চেষ্টা করলে পুলিশের বাঁধা ডিঙ্গিয়ে পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিকেড ভেঙ্গে পালিয়ে যায়। তখন ডিবি’র টিম আসামিদের পিছনে ধাওয়া করলে তারা একটি মিনি ট্রাকে ডাকাতি করে আনা গ্যাসের সিলিন্ডার ডিবি’র গাড়ি-কে লক্ষ্য করে বারবার ছুড়তে থাকে। একপর্যয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত পার হয়ে আসামিরা এক্সপ্রেস ওয়ের ফাঁকা জায়গায় গ্যাস সিলিন্ডার সহ মিনি ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। তখন ডিবির টিম উক্তস্থান থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি মিনি ট্রাকটি জব্দ করে এবং আসামিদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যহত থাকে।
পরবর্তীতে ডিবি পুলিশ সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যদের গতিবিধি পর্যালোচনা করে গত ১৭-০২-২০২৫ তারিখে ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অভিযান চালিয়ে গতকাল দুপুর ১২টা ১০ মিনিটের সময় মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা হতে আসামি মোঃ আলমগীর হোসেন(৫৯), পিতা-মৃত লতিফ মোল্লা’কে গ্রেফতার পূর্বক তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঁটার ও দড়ি উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়া আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ নজরুল ইসলাম পিতা-মৃত শামসুদ্দিন মিয়া এর গ্যারেজ হতে আসামি ডাকাত সর্দ্দার মোঃ হিরা রহমান,বিজয় হোসেন, রবিন মোল্লা,মোঃ রাকিব ভাগ্নে রাকিব,মোঃ সোহেল(৩২), মোঃ আমির হোসেনকে গতকাল বেলা ১টা ৩০ মিনিটের সময় গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি’রা হলো: (১) মোঃ হিরা রহমান বিজয় হোসেন(২৬), পিতা-রহিম হোসেন আমজাদ,গ্রাম-রংনেহার, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ বর্তমান ঠিকানা ১নং শহিদনগর,থানা ও জেলা-নারায়নগঞ্জ। তার নামে ১৮ টি মামলা রয়েছে। (২) মোঃ আলমগীর হোসেন(৫৯), পিতা-মৃত আব্দুল লতিফ মোল্লা,গ্রাম-মুন্সিকান্দী,থানা-শিবচর, জেলা-মাদারিপুর। তার নামে ৫ টি মামলা রয়েছে। (৩) মোঃ রবিন মোল্লা(৩০), পিতা-দুদু মোল্লা,গ্রাম ইকুরিয়া,থানা-দক্ষিণ কেরানীগঞ্জ,জেলা-ঢাকা। তার নামে ৫ টি মামলা রয়েছে। (৪) মোঃ নজরুল ইসলাম(৫০), পিতা-সামছু মিয়া, গ্রাম চকেরপাড়া,থানা-শ্রীনগর,জেলা-মুন্সিগঞ্জ। তার নামে ৮টি মামলা রয়েছে। (৫) মোঃ আমির হোসেন(৫৮),পিতা-মৃত আঃ হাসেম,গ্রাম-ইসলামপুর,থানা ও জেলা-মুন্সিগঞ্জ। তার নামে ৪ টি মামলা রয়েছে। (৬) মোঃ রাকিব(২৬),পিতা-সাদেক,গ্রাম আউয়ালীকান্দি,থানা-বেলাবো,জেলা-নরিসংদী।
তার নামে ১০ টি মামলা রয়েছে(৭) সোহেল(৩২),পিতা-মৃত জাকির,গ্রাম-পাগলা, থানা-ফতুল্লা,জেলা-নারায়নগঞ্জ। তার নামে ২ টি মামলা রয়েছে। (৮) জাহিদ (৩০),পিতা-মৃত মকুল,গ্রম-কাশিমপুর,থানা ও জেলা-মুন্সিগঞ্জ।(৯) মোঃ আলগমীর শেখ(৪০), পিতা-মোফাজ্জল শেখ, গ্রাম টঙ্গীবাড়ী,থানা-টঙ্গীবাড়ী,জেলা-মুন্সিগঞ্জ। (১০) মোঃ ইউনুছ(৩৮),পিতা-মৃত আব্দুল মান্নান,গ্রাম কোটাপাড়া,থানা ও জেলা-শরিয়াতপুর, বর্তমান ঠিকানা পশ্চিম ধোলাইপাড়,থানা-শ্যামপুর,ডিএমপি ঢাকা।
(১১) বাবলু রহমান বাবু(৩৫), পিতা-মৃত আব্দুল জলিল,গ্রাম নওয়াপাড়া,থানা-লৌহজং,জেলা-মুন্সিগঞ্জ। (১২) নিজাম উদ্দিন(৪২),পিতা-আবুল মিয়া,গ্রাম মতিপুর,থানা-নোয়াখালী,জেলা-নোয়াখালী। (১৩) জুয়েল মাতুব্বর (৪০), পিতা-মৃত তোরাব আলী মাতুব্বর, গ্রাম-কাপালীকান্দি,থানা-মাদারিপুর,জেলা-মাদারিপুর,বর্তমান ঠিকানা পশ্চিম ধোলাইপাড়া ৭ তলা গলি,থানা-শ্যামপুর,ডিএমপি ঢাকা। (১৪) আব্দুল কাদের (৩২), পিতা-মৃত আব্দুর শুকুর খান, গ্রাম পশ্চিম ভাষানচর,থানা-ফরিদপুর,জেলা-ফরিদপুর, বর্তমান ঠিকানা-বি-ব্লক ০৩নং রোড, ২৬নং হাউজ,থানা-মুগদা,ডিএমপি ঢাকা।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল হক ভূঁইয়া এর কাছে জানতে চাইলে তিনি বলেন,অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী স্যার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি,অপহরণ,হত্যার রহস্য উদঘাটন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। তিনি আরও বলেন বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বন্ধ পরিকর,যশোর জেলা পুলিশ।
এবিডি.কম/ শিরিন আলম