আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আবারও হিন্দু যুবতীকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগ উঠল পাকিস্তানে। সিন্ধ প্রদেশের বিয়ের অনুষ্ঠান থেকে কনে তুলে নিয়ে গিয়ে এই কাজ করা হয় বলে অভিযোগ।
ভারতীয় গণমাধ্যম এইসময় জানায়, মাতিয়ারি জেলার হালাতে ২৪ বছরের হিন্দু যুবতীকে তাঁর বিয়ের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। পুলিশের উপস্থিতিতেই এই কাজ হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, ভারতী বাঈ নামে ওই যুবতীকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে এক মুসলিমের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
ভারতীর বাবা কিশোর দাস জানিয়েছেন, এক হিন্দু ছেলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হচ্ছিল। তখনই শাহরুখ গুল নামে এক যুবক কয়েকজন সাঙ্গোপাঙ্গো ও পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে যায় এবং প্রকাশ্য দিবালোকে সবার সামনে কনেকে অপহরণ করে নিয়ে যায়। পরে ভারতীর ইসলাম ধর্ম গ্রহণ ও শাহরুখের সঙ্গে তাঁর বিয়ের ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ধর্মান্তরিত করার পর ভারতীর নাম রাখা হয়েছে বুশরা। তবে কবে, কোথায় তাঁর বিয়ে হল, তা এখনও জানা যায়নি। ভারতীর পরিবার মেয়েকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে।
আবার কয়েকজন জানিয়েছেন, এক মাস আগেই ধর্মান্তরিত হয়েছিলেন ভারতী। তাঁর বাবা-মা তা জানতে পেরে তাঁকে হিন্দু যুবকের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। তখনই পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে সে স্ত্রীকে ফিরিয়ে এনেছে বলে দাবি করেছে শাহরুখ।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া