নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়াকে বহিষ্কার করেছে যুবলীগ।
শুক্রবার (২০ সেপ্টেম্বরে) যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান বার্তাটোয়ের্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক পদ থেতে খালেদ মাহমুদকে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বহিষ্কার করেছেন। মিডিয়ায় প্রেস রিলিজ পাঠানো হবে।
প্রসঙ্গত, যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার করে র্যাব। ঢাকায় অবৈধ ক্যাসিনো সাম্রাজ্য গড়ে তুলেছিলেন খালেদ। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।