ষ্টাফ রিপোর্টার:
বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর রামপুরা এলাকায় নোমান গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শ্রমিকরা বলছেন, তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। এই অবরোধ কর্মসূচির কারণে রামপুরাস্থ ডিআইটি সড়ক, মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের রামপুরা অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে এই রোড দিয়ে চলাচলকারী অফিসগামী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার আবুল হোটেলের সামনে শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
শ্রমিকরা জানায়, আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক আমাদের টাকা না দিয়ে শুধু আশ্বাস দিচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
রামপুরা থানার ওসি এনামুল হক বলেন, নোমান গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে রেখেছে। তাদেরকে রাস্তা ছেড়ে দেয়ার জন্য আমরা অনুরোধ করছি।