মোঃআসাদুর রহমান ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক রফিকুল ইসলাম মিয়া।
রবিবার দুপুর সাড়ে ৪টার সময় তিনি যশোর থেকে বিশেষ একটি বগিতে চড়ে স্থলবন্দর বেনাপোল রেল স্টেশন ইমিগ্রেশন ভবনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। ২৫ সদস্য বিশিস্ট নেতৃত্বে ছিলেন মহা পরিচালক রফিকুল ইসলাম মিয়া। মহাপরিচালকের প্রদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের ডিটিও আব্দুল আল মামুন, চীফ ইঞ্জিনিয়ার(সিএসটিই রাজশাহী)অসীম কুমার তালুকদার,(সিই রাজশাহী) আফজাল হোসেন ,(ডিআরএম পাকশী) নাজমুল ইসলাম,(ডিইএন-১,পাকশী) রিয়াদ আহম্মেদ, (ডিইও পাকশি)ইউনুচ আলী,ব্রীজ ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ভারত-বাংলাদেশ এফবিসিআই স্থলবন্দর কমিটির চেয়ারম্যান মতিউর রহমান। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বগি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই মাসের মধ্যে বেনাপোল থেকে সরাসরি ঢাকা চালু করা হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন আবেদনের পরিপেক্ষিতে পরবর্তীতে বন্ধন এক্সপ্রেসের টিকেট বেনাপোল থেকে দেওয়া হবে। বন্ধন এক্সপ্রেসের যাত্রীদের সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত বগি পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিশনিং করা হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী জুন মাস থেকে নতুন রেলকোচগুলো পুরোপুরিভাবে চলাচল করবে।