লোহাগাড়া সংবাদদাতা।।চট্টগ্রামের লোহাগাড়ায় মোবাইল ফোনভিত্তিক অর্থ আদায় প্রদানের পরিষেবা ‘বিকাশ’ এর মাধ্যমে প্রতারণার নতুন ফাঁদ পেতে বসেছে একটি অসাধু চক্র।
সাধারণ মানুষের না জানার সুযোগকে কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ঐ প্রতারণার ফাঁদে পা দিয়েছে লোহাগাড়া উপজেলা সদরের লোহাগাড়া ইসলামিয়া মাদ্রাসার ফাযিল (ডিগ্রী) পড়–য়া তাজকিয়া বেগম (২২) নামে এক ছাত্রী।
এব্যাপারে আইনগত প্রক্রিয়ার জন্য গত ৩১ আগষ্ট সোমবার লোহাগাড়া থানার লিখিত অভিযোগ করেছেন।
লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈই’কে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গত ২৯ আগষ্ট সকাল ১১টায় প্রতারক চক্রের মুঠোফোনের ০১৮১৯-৭৬৪৩৭৬ ও ০১৮৩২-১৫১৯০৮০ নম্বর থেকে ছাত্রীর নিজস্ব ব্যবহৃত মুঠোফোনের ১৮৭৭-২২৬০০৪ ও ০১৮১৩-৩৪৩৫২৪ নম্বরে কল আসে।
অপরপ্রান্ত থেকে মাদ্রাসা বোর্ডের অফিসার পরিচয় দিয়ে ছাত্রীকে বলা হয় তার উপবৃত্তি মোটা অংকের টাকা রয়েছে। এ টাকা পেতে হলে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে হবে। ছাত্রী সরল বিশ্বাসে লোহাগাড়া উপজেলা সদরের এশিয়ান টেলিকম নামক দোকান থেকে ৮টি বিকাশ নম্বর থেকে প্রতারক চক্রের দেওয়া ৪টি বিকাশ নম্বরে ৮ দফায় ১লক্ষ ৭’শ ২০টাকা বিকাশ করা হয়।
প্রতারক চক্রের বিকাশ নম্বর ০১৮৯৩-৯০১৯৮৩, ০১৮১৯-৭৬৪৩৭৬, ০১৬২৯-২৩৪৯৪৪, ০১৬০৮-৫০২৭৭৩।
ওই ছাত্রী বলেন, তার কাছে নগদ টাকা ছিল না। প্রতারক চক্রের প্রতারণায় বিশ্বাস করে মোটা অংকের উপবৃত্তির টাকা পাওয়ার আশায় স্থানীয় বিকাশের দোকান থেকে টাকাগুলো পাঠানো হয়। টাকা পাঠানোর পর প্রতারক চক্রের নম্বরে ফোন করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষকে এধনের প্রতারকের ফাঁদ থেকে সর্থক থাকতে বলেন।