আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন শরদ অরবিন্দ বোবদে। আজ (সোমবার) শপথগ্রহণের মধ্য দিয়ে পূর্বসূরি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।
এনডিটিভি জানায়, দেশের ৪৭তম প্রধান বিচারপতি বোবদের মেয়াদ থাকবে প্রায় ১৭ মাস। ২০২১ সালের ২৩ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। সম্প্রতি অযোধ্যার বাবরি মসজিদ মামলায় পাঁচ সদস্যের বিচারিক বেঞ্চের একজন ছিলেন বোবদে।
এর আগে, রোববার প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন রঞ্জন গগৈ।