মোঃ আসাদুর রহমান,প্রতিনিধি: দুর্ণীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে স্কুল,কলেজ এবং মাদ্রাসাগুলোয় ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে দুর্ণীতি দমন কমিশন(দুদক)
এ পর্যায়ে দুদকের যশোর জেলা সমন্বয় কর্তৃপক্ষ শার্শা উপজেলার ৭৬ টি স্কুল,কলেজ এবং মাদ্রাসাগুলোয় শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক,রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগীতার কর্মসুচী চালু করেছে। ৯/৭/২০১৯ ইং হতে ১১/৭/২০১৯ ইং ৩(তিন) দিন ব্যাপী এ সব কর্মসুচী চলবে।
এ সকল কর্মসুচীর হিসাবে বৃহঃবার(১১/৭/২০১৯ ইং) তারিখ সকাল ১১ টায় শার্শা উপজেলা নাভারণ ভিগ্রী কলেজ উক্ত কর্মসুচী পালন করেন।
অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদক সম্পর্কিত বিভিন্ন দূর্নীতির বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক,রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উপভোগ করেন।
বিতকের মুল বিষয় নির্ধারন করা হয় “দুর্ণীতি উন্নয়নের একমাত্র অন্তরায়।
এতে পক্ষে বক্তব্য উপস্থাপন করে মেহেদী হাসান শুভ (দলনায়ক)এর বিপক্ষে বক্তব্য দেয় শামিম হোসেন (দলনায়ক),এরা সকলই কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী। প্রতিপাদ্যের পক্ষে থাকা দলীয়দেরকে বিজীত বলে ঘোষনা দেন বিচারক মন্ডলী।
পরে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। (উল্লেখ্য, পুরস্কার সামগ্রী এবং অনুষ্ঠান পরিচালনার ব্যায়ভারের অর্থ দুর্ণীতি দমন কমিশন ইতোপূর্বে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভ্যাটসহ সর্বমোট ৪১০০(চার হাজার একশত) টাকা করে নগদ অর্থ নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট প্রদান করে)।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজে উপাধ্যক্ষ আব্দুর রউফ, আধ্যাপক আনারুল হক, শরিফুল ইসলাম,শাহানাজ পারভীন,তৌহিদুল ইসলাম,উপস্থাপন করেন প্রভাষক শরিফুজ্জামান এবং অত্র কলেজে শিক্ষক -শিক্ষিকা/কর্মচারীবৃন্দ, ছাত্র/ছাত্রীরা উপস্হিত ছিলেন।