শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়ায় ইভটিজিং করার দায়ে ইমানুর রহমান রিপন (২৯) নামে এক যুবককে ১বছরের বিনাশ্রম কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার বিকাল ৪টার সময় বাগআাঁচড়া বাজারে এ ঘটনা ঘটে। কারাদন্ড প্রাপ্ত রিপন উপজেলার পশ্চিম কোটা গ্রামের আব্দুল জলিল’র ছেলে।
জানা যায়, বৃহষ্পতিবার বিকাল ৪টার সময় বাগআাঁচড়া বাজারে বালিকা বিদ্যালয়ের সামনে এক স্কুল ছাত্রীর ইভটিজিং করার দায়ে ইমানুর রহমান রিপনকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদারতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা। ইভটিজিং আইনের দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক তাকে দন্ড দেওয়া হয়।
শার্শা থানার এসআই মামুনুর রশিদ বিষয়টি নিশ্চত করে জানান, বাগআাঁচড়া বাজারে বালিকা বিদ্যালয়ের সামনে এক স্কুল ছাত্রীর ইভটিজিং করার দায়ে ইমানুর রহমান রিপন নামে এক যুবককে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।