আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা সঙ্কট ও মহামারির কারণে যেসব চাকরি প্রার্থীদের বয়স ৩০ পেরিয়েছে তাদের বয়সসীমায় পাঁচ মাসের ছাড় দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাকরি প্রত্যাশীদের বয়সীমায় ছাড় দেয়ার এ সুযোগ দেয়া হচ্ছে বলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফরহাদ হোসেন বলেন, করোনা মহামারির কারণে গেল ২৫ মার্চ যেসব প্রার্থীদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা আবেদনের সুযোগ পাবেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘গত ২৬ মার্চের পর এপ্রিল, মে, জুন, জুলাই ও আগস্ট পর্যন্ত এই পাঁচ মাস যেসব মন্ত্রণালয় চাকরির জন্য বিজ্ঞাপন দিতে পারেনি, তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। সেক্ষেত্রে চাকরি প্রার্থী যারা থাকবে তাদের বয়স ২৫ মার্চ ৩০ বছর হতে হবে।’ আবেদনকারীদের জন্য এ সুবিধা গত আগস্ট মাস পর্যন্ত থাকবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।