আমাদেরবাংলাদেশ ডেস্ক।। টানা সাত মাস গৃহবন্দি থাকার পর মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁর ওপর থেকে জন নিরাপত্তা আইনের ধারা তুলে নিল কেন্দ্র।
ছাড়া পেয়ে তিনি বলেন, আজ আর কোনও কথা বলার নেই। এখন আমি মুক্ত। দিল্লি যাব, সংসদের বিতর্কে যোগ দেব। জম্মু ও কাশ্মীরের মানুষ দেশের যেসব নেতা আমাদের মুক্তির দাবি করেছেন তাঁদের ধন্যবাদ। জম্মু ও কাশ্মীরে সব রাজনৈতিক নেতা ছাড়া পেলে আমাদের লডা়ই শেষ হবে। আশাকরি সরকার এনিয়ে ব্যবস্থা নেবে।
উল্লেখ্যে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ ও রাজ্যটিকে দুভাগ করার পর রাজ্যের সব রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করে কেন্দ্র। অনেকের বিরুদ্ধে জন নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়। এব্যপারে কিছু বলতে অস্বীকার করেন ফারুক আবদুল্লা। তিনি বললেন, জম্মু ও কাশ্মীরের সব নেতা ছাড়া না পাওয়া পর্যন্ত কিছু বলব না।