সাভার থেকে মোঃ আরিফ মন্ডল: সাভারে ঝুমুর আক্তার বৃষ্টি নামের দশম শ্রেণীর শিক্ষার্থীকে গলা কেটে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃওরা। এঘটনা যারা ঘটিয়েছে তারা ছেলে ধরার সদস্য বলে ধারনা করছে এলাকাবাসী। স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার তেঁতুলঝোড়া স্কুলের সামনে ছেলে ধরা সন্দেহ এক নারীকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ওই শিক্ষার্থী জয়নাবাড়ি এলাকার প্রি ক্যাডেট স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী বিকেলে স্কুলে কোচিং শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় বোরখাপড়া দুই নারী ওই শিক্ষার্থীকে পিছন থেকে ধরে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করে। ওই শিক্ষার্থী চিৎকার দিলে দুর্বৃওরা পালিয়ে যায়।
স্থানীয়রা ওই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই শিক্ষার্থীর বাবা নুর হোসেন বলেন এঘটনায় আমরা আতঙ্কে রয়েছি।
এবিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন বিষয়টি তদন্ত করলে আসল ঘটনা রহস্য উৎঘাটন করা যেতে পারে। সাভার মডেল থানার এস আই কামরুল হাসান বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।