আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসি জানিয়েছেন চলতি বছরটা বার্সেলোনাতেই থাকছেন। তবে, পুরো দল অনুশীলন শুরু করলেও যোগ দেন নি এলএমটেন।
করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করে ফেলেছেন তিনি। নিশ্চিত করেছেন আজ সোমবার থেকেই নয়া কোচ কোম্যানের ক্যাম্পে যোগ দেবেন মেসি।মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। প্রবাদটার জ্বলজ্যান্ত উদাহরণ বলা যায় লিওনেল মেসিকে। হরমোনের সমস্যা নিয়ে মোটে তের বছর বয়সে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দেয়া মেসির স্বপ্ন ছিল একদিন খেলবেন কাতালানদের হয়ে।
বাকি গল্পটা সবারই জানা।শুধু কি খেলেছেন? বনে গিয়েছেন ক্লাবটার ইতিহাসের সেরা প্লেয়ার। রেকর্ডই কথা বলে মেসির হয়ে। কাতালানদের জার্সি গায়ে গোল, অ্যাসিস্ট থেকে ট্রফি, সব কিছুতেই মেসিই সেরা। সেই এল এম টেনকেই হারাতে বসেছিলো বার্সেলোনা।অনুশীলন শুরু করেছে বার্সা।লোন থেকে ফিরেছেন কুতিনয়ো।
দল ছাড়া প্রায় নিশ্চিতও তারপরও ক্যাম্পে যোগ দিয়েছেন সুয়ারেজ। নয়া রিক্রুটদের সবাই আছেন অনুশীলনে। নাই শুধু একজন, লিওনেল মেসি।প্রেসিডেন্ট বার্তেমিউর মেয়াদ শেষের পথে। ক্লাবে নাই লং টার্ম প্ল্যান। সব কিছু মিলিয়ে বিরক্ত মেসি ঘোষণা দিয়েছিলেন ক্লাব ছাড়ার। তবে, চুক্তির ধারা দেখয়ে মেসিকে আটকে দিয়েছে বার্সেলোনা।প্রিয় ক্লাবকে আদালতে নিয়ে যেতে চান নি। তাই জানিয়ে দিয়েছেন থাকছেন অন্তত এই বছরটা থাকছেন বার্সাতেই।
জ্বল্পনা কল্পনার অবসান। কাতালান ক্লাবটায় ফিরছে স্বস্তির সুবাতাস। নিশ্চিত খবর, করোনা পরীক্ষা করা শেষে সোমবার থেকেই দলের সাথে নিয়মিত অনুশীলনে ফিরছেন লিওনেল মেসি।
আমাদেরবাংলাদেশ/আরাফাত