ঢাকা।। নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ইউরোপের দেশটিতে নতুন করে আরও ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো পনেরো হাজার ৩৬২ জনে। এখন পর্যন্ত যেকোনো দেশে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু।
করোনাভাইরাস সংক্রমণের উৎস দেশ চীনে ক্রমান্বয়ে পরিস্থিতির উন্নতি হলেও ইতালি প্রথম মৃত্যুর পর এক মাস না গড়াতেই মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে যায়। ইতোমধ্যে ইতালিতে মৃতের সংখ্যা চীনের প্রায় দ্বিগুণ।
জনগণকে সুরক্ষা দিতে ইতালির সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত ৭ হাজার ৪৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।