গাইবান্ধা সংবাদদাতা।।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের আব্দুল আজিজের পুত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আনারুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা এবং এলাকার নিরীহ মানুষদের ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে হয়রানী চাঁদাবাজীসহ একাধিক নারী ক্যালেঙ্কারীর অভিযোগ উঠেছে।
সর্বশেষ ৫ সেপ্টেম্বর শনিবার সকালে অভিযুক্ত আনারুলের ঘর থেকে হিন্দু সম্প্রদায়ের এক নাবালিকা মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ধুবনী তদন্ত কেন্দ্রের এস.আই রাজেন্দ্র মোহন চাকী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আনারুলের বিছানার নিচ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করে।
উদ্ধারকৃত ঐ নাবালিকা মেয়ের অভিযোগ, প্রায় ৬ মাস থেকে আনারুল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে মেলামেশা করেছে। এই মেলামেশার ছবি ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকিও দিয়ে দীর্ঘ দিন ধরে তাকে ধর্ষণ করে আসছে আনারুল। গত ৪ সেপ্টেম্বর রাতে ঐ মেয়ের মাকে বেদম মারপিট করে তাকে জোরপুর্বক তুলে নিয়ে আবার ধর্ষণ করে ঐ মাদক ব্যবসায়ি আনারুল।
এ খবর এলাকায় ছড়িয়ে পরলে উত্তেজিত গ্রামবাসী আনারুলের বসতবাড়ি ঘেরাও করলে কৌশলে পালিয়ে যায় সে। এরপর তার ঘর থেকে নির্যাতিত ঐ কিশোরীকে উদ্ধার করে পুলিশ।